অসহায় ও দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিতে পঞ্চগড়ে শুরু হয়েছে সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মশালা। গতকাল জেলা শহরের অনির্বাণ বিদ্যা নিকেতনে স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভসংঘের আয়োজনে এ কর্মশালা শুরু হয়। কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ২০ জন অসচ্ছল নারী ও দরিদ্র শিক্ষার্থী অংশ নিয়েছেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের সেলাই, কাটিং ও সাধারণ পোশাক তৈরির কৌশল শেখানো হচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেকের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বসুন্ধরা শুভসংঘের পঞ্চগড় জেলা সভাপতি ফিরোজ আলম রাজীব জানান, ‘এই নারীরা সমাজের অবহেলিত একটি অংশ। আমরা চাই, তারা যেন আর কারও ওপর নির্ভর না করে নিজেই উপার্জন করতে পারে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই।’ বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রশিক্ষণে অংশ নেওয়া মৌসুমী আক্তার বলেন, ‘এমন একটি উদ্যোগ আমাদের জীবনে বড় সুযোগ এনে দিয়েছে।’
বসুন্ধরা শুভসংঘ নিয়মিত সমাজসেবামূলক নানা উদ্যোগ নিয়ে দেশের বিভিন্ন স্থানে কাজ করে যাচ্ছে। নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। এই আয়োজন নারীর ক্ষমতায়নে একটি প্রশংসনীয় উদ্যোগ বলে মত দিয়েছেন পঞ্চগড়ের সমাজকর্মীরা।