কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকারের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ রবিবার মামলাটি করেন হাসপাতালের প্যাথলজি বিভাগে আউটসোর্সিংয়ে কর্মরত এক নারী। বিচারক মামলা আমলে নিয়ে সদর থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে বক্তব্য জানতে ডা. হেলিশ রঞ্জনকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালেও জবাব মেলেনি। অভিযোগে উল্লেখ করা হয়, ২১ আগস্ট হাসপাতালের কোয়ার্টারে ডেকে জোরপূর্বক তিনি বাদীকে ধর্ষণ করেন।