বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় একটি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান গাবতলী উপজেলার বালিয়াদিঘি এলাকায় স্নিগ্ধ বেকারিতে এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, অভিযানে দেখা যায় বেকারিটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছে। উৎপাদিত খাদ্য মাটিতে ফেলে রাখা, কেক তৈরির সময় কালিযুক্ত পুরোনো খবরের কাগজ ব্যবহার, খাদ্যপণ্যে নিষিদ্ধ স্যাকারিন মেশানো এবং মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেওয়াসহ একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।