মেহেরপুরের কৃষকরা আগাম জাতের শিম চাষ করে ভালো ফলন পেয়েছেন। শীতকালীন এ সবজি মৌসুমের আগেই বাজারে নামাতে পারায় দামও পাচ্ছেন ভালো। এতে ভাগ্য বদল হয়েছে অনেকের। এবার জেলার আবহাওয়া শিম চাষের অনুকূলে জানিয়েছে কৃষি দপ্তর। চাষিরা বলছেন, প্রতি বিঘায় শিম চাষে সব খরচ বাদ দিয়ে লাখ টাকা আয় করা সম্ভব হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে মেহেরপুরে ৫৩৫ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে। এ ছাড়া প্রায় প্রতিটি বাড়িতেই মাচা কিংবা গাছে ঝুলছে শিম। গৃহিণীরা সংসারের প্রয়োজন মিটিয়ে বাড়তি শিম বিক্রি করে আয় করছেন। খন্দকারপাড়ার কৃষক হেলাল উদ্দীন বলেন, সারিবদ্ধভাবে গর্ত খুঁড়ে গোবর সার দিয়ে বীজ বপন করতে হয়। এরপর সঠিক পরিচর্যা করলে তিন-চার মাসের মধ্যে ফলন পাওয়া যায়। পতিত জমি বা বাড়ির আঙিনায়ও সহজেই শিম চাষ সম্ভব। চর গোয়াল গ্রামের কৃষক রাকিব হোসেন জানান, ১৫ শতক জমিতে শিম চাষ করেছেন তিনি। জমি প্রস্তুত থেকে সার, বীজ ও কীটনাশক ব্যবহার পর্যন্ত খরচ করেছেন ২০ হাজার টাকা। এরই মধ্যে প্রায় ২৩ হাজার টাকার শিম বিক্রি করেছেন। আরও ৬০-৮০ হাজার টাকা বিক্রির আশা করছেন। আগাম জাতের শিম বাজারে ভালো দামে বিক্রি হওয়ায় লাভ হচ্ছে বলেন রাকিব। একই গ্রামের কৃষক কেরামত হোসেন জানান, মৌসুমের শুরুতে বাজারে শিমের চাহিদা বেশি থাকে, দামও ভালো পাওয়া যায়। সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম বলেন, এবার আগাম শিম চাষে কৃষকরা বেশি লাভবান হচ্ছেন। কৃষি বিভাগ চাষিদের জৈব সার ব্যবহারে উৎসাহ দিচ্ছে। পরামর্শ দিচ্ছি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের।
শিরোনাম
                        - হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১২৫৬
- ঘন কুয়াশায় যুবাদের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত
- যশোরে সোয়া কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক
- জেরুজালেমের প্রবেশপথ অবরোধ করে ২ লাখ ইহুদির বিক্ষোভ
- টগি ফান ওয়ার্ল্ডে ‘স্পুকট্যাকুলার সোয়রে ৪’ হ্যালোইন উৎসব
- জাতীয় নির্বাচন বানচাল করার জন্য একটি মহল কাজ করছে : মির্জা ফখরুল
- রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২৯
- বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি : এহসানুল হক মিলন
- যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি, সর্বনিম্ন শরণার্থী গ্রহণের সীমা ঘোষণা ট্রাম্পের
- ১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
- ট্রাম্পের পারমাণবিক পরীক্ষার নির্দেশ নিয়ে যা বলল ইরান
- যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি হয়েছে পাকিস্তান-আফগানিস্তান : তুরস্ক
- যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যশোরের বিএনপি নেতা নিহত
- নেত্রকোনায় ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ, নিহত দুই
- চাকরির শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক
- গুম-খুনের অভিযোগ : সিআইডির এডিশনাল এসপি মশিউর কারাগারে
- জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল
- সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
- রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        