মেহেরপুরের কৃষকরা আগাম জাতের শিম চাষ করে ভালো ফলন পেয়েছেন। শীতকালীন এ সবজি মৌসুমের আগেই বাজারে নামাতে পারায় দামও পাচ্ছেন ভালো। এতে ভাগ্য বদল হয়েছে অনেকের। এবার জেলার আবহাওয়া শিম চাষের অনুকূলে জানিয়েছে কৃষি দপ্তর। চাষিরা বলছেন, প্রতি বিঘায় শিম চাষে সব খরচ বাদ দিয়ে লাখ টাকা আয় করা সম্ভব হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে মেহেরপুরে ৫৩৫ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে। এ ছাড়া প্রায় প্রতিটি বাড়িতেই মাচা কিংবা গাছে ঝুলছে শিম। গৃহিণীরা সংসারের প্রয়োজন মিটিয়ে বাড়তি শিম বিক্রি করে আয় করছেন। খন্দকারপাড়ার কৃষক হেলাল উদ্দীন বলেন, সারিবদ্ধভাবে গর্ত খুঁড়ে গোবর সার দিয়ে বীজ বপন করতে হয়। এরপর সঠিক পরিচর্যা করলে তিন-চার মাসের মধ্যে ফলন পাওয়া যায়। পতিত জমি বা বাড়ির আঙিনায়ও সহজেই শিম চাষ সম্ভব। চর গোয়াল গ্রামের কৃষক রাকিব হোসেন জানান, ১৫ শতক জমিতে শিম চাষ করেছেন তিনি। জমি প্রস্তুত থেকে সার, বীজ ও কীটনাশক ব্যবহার পর্যন্ত খরচ করেছেন ২০ হাজার টাকা। এরই মধ্যে প্রায় ২৩ হাজার টাকার শিম বিক্রি করেছেন। আরও ৬০-৮০ হাজার টাকা বিক্রির আশা করছেন। আগাম জাতের শিম বাজারে ভালো দামে বিক্রি হওয়ায় লাভ হচ্ছে বলেন রাকিব। একই গ্রামের কৃষক কেরামত হোসেন জানান, মৌসুমের শুরুতে বাজারে শিমের চাহিদা বেশি থাকে, দামও ভালো পাওয়া যায়। সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম বলেন, এবার আগাম শিম চাষে কৃষকরা বেশি লাভবান হচ্ছেন। কৃষি বিভাগ চাষিদের জৈব সার ব্যবহারে উৎসাহ দিচ্ছে। পরামর্শ দিচ্ছি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের।
শিরোনাম
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ