নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পিরোজপুর জেলা সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুরে দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক জাকির হোসেন। দুদকের সহকারী পরিচালক জাকির হোসেন জানান, অভিযানকালে ওই অফিসের দুজন নকলনবিসের কাছ থেকে সন্দেহজনক ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।