কুমিল্লা মহানগরীর দক্ষিণ ঠাকুরপাড়া রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ আশ্রম পূজা উদযাপন কমিটির আয়োজনে আজ বুধবার কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এসময় ঢাক-ঘণ্টার বাদ্য-বাজনা আর পূজা-অর্চনায় মুখর হয়ে ওঠে কুমিল্লা রামকৃষ্ণ আশ্রম।
রামকৃষ্ণ আশ্রম সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর উত্তর ঠাকুরপাড়ার পরেশ আচার্য ও পলি রাণী দে‘র মেয়ে পায়েল আচার্য্যকে (৫) এ বছর কুমিল্লা রামকৃষ্ণ আশ্রমে কুমারী হিসেবে পূজা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, রামকৃষ্ণ আশ্রমের সভাপতি অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী বিশ্বেশ্বরানন্দসহ ভক্ত-দর্শনার্থীরা।
এদিকে, হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উত্সব শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে জমজমাট জেলার সাতশ’ ৩১টি পূজা মণ্ডপ। অষ্টমী শেষে আয়োজন করা হয় পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ আরতি। এ ছাড়াও অনেক মণ্ডপে ছিল আরতি, স্বেচ্ছায় রক্তদান, দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ, নৃত্যানুষ্ঠান, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল জানান, সকল সমপ্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক গড়ে তুলতে প্রশাসন বদ্ধপরিকর। শারদীয় উৎসবকে সার্বজনীন উৎসবে রূপ দিতে সকল প্রকার অশুভ ও সামপ্রদায়িক শক্তির বিরুদ্ধে সজাগ থাকার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, শারদীয়া দুর্গাৎসবকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা এড়াতে জেলার ১৬ উপজেলায় ১৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৮ শতাধিক পুলিশ, ৪ হাজার একশ’ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীসহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়োজিত রয়েছে।
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর ২০১৫/শরীফ