টাঙ্গাইলের মির্জাপুর সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার আছিমতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি মহাসড়কের সংশ্লিষ্ট স্থানে রাস্তা পারাপারের সময় দ্র’তগতির একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে বাস না ট্রাক তাকে চাপা দিয়েছে তা জানা যায়নি বলে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব জানিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন /২৮ অক্টোবর ২০১৫/শরীফ