মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলি ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিজানুর রহমান রানা (তালগাছ মার্কা প্রতিক) ৪ হাজার ৮১৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী প্রয়াত চেয়ারম্যান কাবুল হোসেনের ছেলে সিহাব আলী দুটি পাতা মার্কায় ৩ হাজার ২৮৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
বিএনপি সমর্থিত জিয়াদ আলী অটোরিক্সা মার্কা প্রতিকে ৩ হাজার ১৫৬ ভোট পেয়েছেন।
নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মুহাম্মদ সারোয়ার হোসেন জানান, নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ২৬১ ভোট বাতিল হয়েছে। শতকরা ৮৪.৯৮ শতাংশ ভোট পোল হয়েছে।
কাথুলী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৫৫৩ জন। এর মধ্যে ৭ হাজর ৫৫৯ জন পুরুষ এবং ৭ হাজার ৯৯৪ জন মহিলা ভোটার।
চলতি বছরের ২৮ আগষ্ট কাথুলি ইউনিয়নের চেয়ারম্যান কাবুল হোসেনের মৃত্যুজনিত কারনে চেয়ারম্যান পদটি শুণ্য হয়।
বিডি-প্রতিদিন/ ২৮ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন