ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ৪৪ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নেকমরদ গরুর হাট থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নেকমরদ ঢাকাইয়া পট্টির আব্দুস সাত্তারের ছেলে শামী (৩৮), নেকমরদ কলোনির মৃত আসির উদ্দীনের ছেলে দুলাল হোসেন (৩২), সদর উপজেলার ভাওলার হাট গ্রামের বাসিন্দা কসিউর রহমান (৪০) ও একই গ্রামের মকবুল হোসেনের ছেলে দর্শন আলী (২৬)।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে ৪৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই চারজনকে আসামি করে ঠাকুরগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই।