যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতন ও গুলিতে নিহত গরু রাখাল মনিরুলের (২৮) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে।
বুধবার রাত পৌনে ১০টায় বেনাপোলের পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা নদী পথে তার মরদেহ ফেরত দেয়।
বিজিবি জানায়, মনিরুলের পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তারা বিএসএফের কাছে নিহতের ছবি পাঠানোর জন্য বলেন। পরবর্তীতে বিএসএফ গুলিবিদ্ধ যুবকের ছবি বিজিবির কাছে পাঠালে মনিরুলের পরিবারের সদস্যরা ছবি দেখে নিহতের বিষয়টি নিশ্চিত হন।
পরে, বিজিবি সদস্যরা গুলি করে হত্যার প্রতিবাদ জানায় এবং মনিরুলের মরদেহ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্টে মরদেহ ফেরত দেওয়ার কথা জানালে রাত ১০টা পর্যন্ত অপেক্ষা করা হয়। কিন্তু বিএসএফ মরদেহ ফেরত দেয়নি।
অবশেষে বুধবার রাত পৌনে ১০টার দিকে বিএসএফ সদস্যরা বেনাপোল-পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্ত পথে ইছামতি নদী পার করে বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করে।
২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন মরদেহ ফেরতের বিষয়টি নিশ্চিত করে বলেন, কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষ করে মনিরুলের মরদেহ পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয়েছে।