হত্যা মামলায় নোয়াখালীর চৌমুহনী পৌর বিএনপির সভাপতি সহ জহির উদ্দিন হারুনসহ ১৯ নেতাকর্মী কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার জেলার ৩ নং আমলী আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুশফিকুল হক এই আদেশ দেন।
বেমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গত ৭ জানুয়ারি বাণিজ্যিক শহর চৌমুহনীতে ২০ দলের মিছিল থেকে যানবাহণ ও দোকানপাটে হামলা ভাংচুর চালানো হয়। এক পর্যায়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় দুই পথচারী নিহত হয়। এই ঘটনায় বিএনপি-জামায়াতের ২৭৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো পাঁচশ লোককে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করে পুলিশ। পরে জুলাই সাসের প্রথম সপ্তাহে ৫৭৩ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার ১৯ আসামী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।