হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে শালিশ বৈঠতে দু’দলের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং বাকিদের নবীগঞ্জ উপজেলা হাসপাতাল ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা হলেন- মমিন মিয়া (২২), হান্নান মিয়া (৩৫), স্কুল ছাত্র রাহিম মিয়া (১৬), আজির উদ্দিন (৩০), মুজিব মিয়া (২২), আলাল মিয়া (২৫), আজাদুর রহমান (২০), উজ্জল মিয়া (২৫), জসিম মিয়া (২০), সবুজ মিয়া (২০), ইমাদ মিয়া (২৮), কলেজছাত্র সিরাজ মিয়া (২৪)।
স্থানীয় সুত্রে জানা যায়, গত রবিবারে উপজেলার ওই গ্রামের ফয়জুর রহমান মিয়ার ছেলে জাহিদুর রহমানের জমির আইল ভেঙে জোরপূর্বক নৌকা নেয়ার চেষ্টা করে একই গ্রামের বশির মিয়া ও কামাল মিয়া। এতে জমির মালিক জাহিদুর রহমান বাধা দিলে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের শান্ত করে এবং শালিশে বিষয়টি মীমাংসার জন্য উদ্যোগ নেয়।
এ নিয়ে বুধবার সন্ধ্যায় ওই গ্রামের এবাদুর রহমানের বাড়িতে শালিস বৈঠক বসে। সেখানে এক পর্যায়ে দু’দলের লোকজন উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন