বগুড়া জেলার গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এসঅাইকে প্রত্যাহার করা হয়েছে। ওসির নাম রিয়াজ উদ্দিন আহম্মেদ ও উপ-পরিদর্শক কোরবান আলী। প্রত্যাহারের পর তাদেরকে গতকাল থেকেই বগুড়া পুলিশ লাইনে আনা হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান আজ সকালে জানান, দু'একদিনের মধ্যে তাদের জায়গায় নতুন পুলিশ কর্মকর্তা দেয়া হবে। তবে কি কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৫/শরীফ