টাঙ্গাইলে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও আউটার স্টেডিয়ামে বিশাল প্যান্ডেলে আয়োজিত এ ইজতেমা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত । ঢাকার টুঙ্গি তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক এই ইজতেমা থেকে শত শত তাবলীগ জামাত দিনের দাওয়াতের জন্য দেশ বিদেশে বেরিয়ে পড়বে।
টাঙ্গাইল জেলা তাবলিগের আমীর মাওলানা আব্দুল হাই জানান, টাঙ্গাইলের ১২টি উপজেলা ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলাসহ ১৩টি উপজেলার মুসল্লি ছাড়াও সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের ২টি বিদেশি জামাত এই ইজতেমায় অংশ গ্রহণ করছেন। তিনদিনের এই ইজতেমায় লাখ লাখ মুসল্লির সমাগম ঘটবে বলে জানা গেছে।
ইজতেমা উপলক্ষ্যে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে মুসল্লিদের জন্য বিভিন্ন পরসা সাজিয়ে মেলা বসেছে। শনিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৫/শরীফ