চট্টগ্রামের সীতাকুণ্ডে মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শেখপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আনোয়ার হোসেন (৫০) এবং ইসমাইল হোসেন (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও এর চালক পালাতক রয়েছেন।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৫/ রশিদা