নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল হক (৫২। বুধবার রাত ১০টার দিকে রামগঞ্জ-সোনাইমুড়ী সড়কের নদনা ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে আহত হন আরো চারজন। এদের মধ্যে ২ জন হলেন জামাল ও রিপন।
নিহত আব্দুল হক কুমিল্লা জেলার মনোহরগঞ্জের ভাওপুর গ্রামের মোবারক উল্যার ছেলে। তিনি সোনাইমুড়ীর বাংলাবাজারে পান বিক্রি করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রামগঞ্জ-সোনাইমুড়ী সড়ক দিয়ে সিএনজি অটোরিকশা যোগে বাংলাবাজারের দিকে যাচ্ছিলেন আব্দুল হকসহ ৫ জন যাত্রী। পথে নদনা ব্রিজ নামক এলাকার বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপভ্যান তাদের সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে গেলে ঘটনাস্থলেই আব্দুল হক নিহত ও ৪ সিএনজিতে থাকা যাত্রী আহত হয়।
সোনাইমুড়ী থানার ওসি হানিফুল ইসলাম জানান, রাতেই নিহতের লাশ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৫/শরীফ