সিরাজগঞ্জের শাহজাদপুরে চালককে শ্বাসরোধে হত্যার পর ছিনতাই হওয়া ট্রাকসহ মালামাল উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫ ডাকাত আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শাহজাদপুর ও সদর থানা পুলিশ সদর উপজেলার বনবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে মালামাল উদ্ধারসহ ৫ ডাকাতকে আটক করে।
আটককৃতরা হলেন: বনবাড়ীয়া গ্রামের ফজলুল হকের ছেলে আব্দুর রাজ্জাক (৩০), রফিকুল ইসলাম (১৮), একই এলাকার মৃত আবুল সেখের ছেলে শহিদুল ইসলাম (৪৮), সোবাহান মণ্ডলের ছেলে নূরুল ইসলাম (৪২) ও মৃত নিদার আলীর ছেলে আবু সায়েম (৩৬)।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে নাটোর জেলার লালপুর থানার আহম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার হয়। এরই সুত্রধরে বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় সদর উপজেলার বনবাড়ীয়া এলাকার আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ছিনতাই হওয়া ট্রাকের মালামালসহ ওই ৫ ডাকাতকে আটক করা হয়।
প্রসঙ্গত, গত ২২ অক্টোবর চট্টগ্রাম থেকে বগুড়াগামী ইউনিলিভার কোম্পানি লিমিটেডের মালামাল বহনকারী ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা এলাকায় পৌছলে চার ছিনতাইকারীরা জোরপূর্বক ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ভোররাত ৪টার দিকে শাহজাদপুর বাঘাবাড়ী ব্রিজ এলাকার বিন্নাবাড়ি নামক স্থানে পৌঁছলে চালক জাহাঙ্গীরকে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় তারা চালকের সহকারী তার ছেলে হাসানকেও শ্বাসরোধের চেষ্টা করে মৃত ভেবে ফেলে রেখে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
নিহত চালক জাহাঙ্গীর হোসেন (৪৫) বগুড়া জেলা সদরের ছোট কুমুড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে হাসান বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করে।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৫/ রশিদা