ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের খলিসাকুন্ডু ও বাকচুয়া গ্রামে বুধবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে জামায়াতের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-তাহেরহুদা ইউনিয়ন জামায়াতের আমির কাজলুর রহমান (৪০), তার ভাই আলী রাজ (২২) ও জোড়াদাহ ইউনিয়ন জামায়াতের আমির সাহেব আলী খাঁন (৪৭)।
হরিণাকুন্ডু থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হরিণাকুন্ডু উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের মামলা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৫/ এস আহমেদ