ট্রাকে পেট্রোল বোমা হামলা মামলায় অভিযুক্ত আসামি নেত্রকোনা জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অর্থোপেডিক চিকিৎসক প্রফেসর ডা. আনোয়ারুল হকের জামিন মঞ্জুর করেছেন নেত্রকোনার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আলমগীর হোসেন শিপন তার জামিন মঞ্জুর করেন।
দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে নেত্রকোনা জেলা শহরের বারহাট্টা রোডে চলতি বছরের ১৯ জানুয়ারি সন্ধ্যার পরপরই চলন্ত ট্রাকে প্রেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। এতে চালক ও হেলপার অগ্নিদগ্ধ হন।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার এসআই আব্দুল্লাাহ আল মামুন বাদী হয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল হকসহ ৩৮ জনের নাম উল্লেখ পূর্বক ৭০ জনকে আসামি করে একটি নাশকতার মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা বিভিন্ন সময়ে আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আদালতে আত্মসমর্পণ করবেন এ খবরে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী আদালত প্রাঙ্গণে ভিড় জমান। এ সময় তার জামিনের আবেদন জানিয়ে যুক্তিতর্ক তুলে ধরেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুল হক, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউদ্দিন খান জিয়া, অ্যাডভোকেট আবুল হাশেম, অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী, অ্যাডভোকেট রোকন উদ্দিন, অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট খলিলুর রহমান, অ্যাডভোকেট মজিবুর রহমান প্রমূখ। বিজ্ঞ বিচারক উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৫/ এস আহমেদ