পাবনার ঈশ্বরদীতে খ্রিষ্টীয় ধর্ম যাজক লুক সরকার হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি জেএমবির আঞ্চলিক কমান্ডার রাকিবুল ইসলাম ওরফে রাকিবের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পাবনা আমলি আদালত-২ এর বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাশ জানান, লুক সরকার হত্যা চেষ্টার মূল হোতা জেএমবির আঞ্চলিক কমান্ডার রাকিবকে বৃহস্পতিবার আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানী শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম জেএমবি কমান্ডার রাকিবের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওসি আরো জানায়, গ্রেফতারকৃত রাকিবুল ওরফে রাজন ধর্মযাজক লুক সরকার হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী। লুক সরকারকে হত্যার চেষ্টার সময়ে আত্মরক্ষার্থে সে এক ঘাতকের হাতের আঙ্গুলে কামড় দেন। পুলিশ গ্রেফতারকৃত জেএমবি কমান্ডার রাকিবের আঙ্গুলে কামড়ের ক্ষত চিহ্ন সনাক্ত করেছে।
এর আগে গত বুধবার দুপুরে রাকিবুলকে সদর উপজেলার টেবুনিয়া মজিদপুর এলাকার নিজ বাড়ি থেকে পরিবারের সহায়তায় গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রাকিবুল মজিদপুর গ্রামের আব্দুল মালেক ওরফে মানিকের ছেলে।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর সকালে ধর্মীয় দীক্ষা নেয়ার কথা বলে ৩ যুবক তার ভাড়া বাসায় ঢুকে পাবনার ঈশ্বরদীর ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারকে গলা কেটে হত্যার চেষ্টা করে।
এরপর পাবনা, সিরাজগঞ্জ ও ঢাকা থেকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ৫ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৫/ এস আহমেদ