ফেনীর ফাজিলপুরে অবৈধ বালুমহালে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় বিস্ফোরণে ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. শামছুল আলমসহ দুইজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে জব্দকৃত পাইপ পেট্রল ঢেলে পোড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
আহত শামছুল আলমের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত ও হাসপাতাল সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলা ফাজিলপুর ইউনিয়নের মুহুরীগঞ্জ রেল ব্রিজের নিচ থেকে দুর্বৃত্তরা অবৈধভাবে বালু উত্তোলন করছিল। অভিযোগের ভিত্তিতে সদর উপজেলার ভূমি কর্মকর্তা মো. রাশেদুল কাদেরের নেতৃত্বে বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। আদালতের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে প্রায় ছয়শ' ফুট পাইপ জব্দ করা হয়। পরে জব্দকৃত পাইপ ধ্বংস করার জন্য পাইপে পেট্রল ঢেলে আগুন ধরানো হয়। এ সময় বিস্ফোরণে ফাজিলপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. শামছুল আলম, একই অফিসের অফিস সহকারী তপন চন্দ্র দাস দগ্ধ হন।
আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে এলে শামছুল আলমের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়। আগুনে শামছুল আলমের ৪০ শতাংশ ও তপন চন্দ্র দাসের ৫ শতাংশ পুড়ে যায়।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৫/ এস আহমেদ