চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় অসামাজিক কার্যকলাপের দায়ে সাত যৌনকর্মী ও খদ্দেরকে আটক করে প্রত্যেককে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম।
সাজাপ্রাপ্তরা হলেন, পৌর এলাকার মকিমাবাদ গ্রামের হুমায়ন মজুমদার (৪৬), নোয়ার্দা গ্রামের সাদ্দাম হোসেন (২৪), ফরিদগঞ্জ তেলিশাইর গ্রামের আবদুল হাই (৩৬), জেসমিন (২০), রিনা আক্তার (২৫), সুমি আক্তার (১৮) ও হাসি বেগম (২০)। এছাড়াও পৌর এলাকার খাটরা বিলওয়াই গ্রামে ইকবাল হোসেন নামের এক মাদক সেবীকে আটক করে ছয় মাসের সাজা দেন এ আদালত।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবদুল মান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ বাজারের মাসকেট ভিলা সংলগ্ন একটি ভবন থেকে তাদের আটক করা হয়েছে।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম আটক ও কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৫/ এস আহমেদ