পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে নিরব (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের নিজাম তালুকদারের ওই শিশুটি সবার অগোচরে নিজ বাড়ির পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৫/ এস আহমেদ