নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসে টিকেট না কেটে উঠাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার রুপসী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- জীবন মিয়া (২০), সুমন মিয়া (২২),আনোয়ার হোসেন (৫৫), রহম আলী (৪৪), কাদির মিয়া (৩৪), আঃ রহিম (৫০), আর্জুদা বেগম (৪৫), সাদিয়া আক্তার (২২), মনোয়ারা বেগম (২৩), আকাশ মিয়া (৪)। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাজধানীর গুলিস্থান থেকে টিকেট না কেটে গ্লোরি পরিবহনের বাসে উঠে পড়েন রূপসী এলাকার আমজাদ হোসেন নামে এক ব্যক্তি। এ নিয়ে বাসের হেলপার জীবন মিয়ার সঙ্গে আমজাদ হোসেনের বাকবিতণ্ডা হয়। এসময় টিকেটের মূল্যে দেয়া হলেও আমজাদকে গালিগালাজ করে ওই হেলপার। দুপুরে রূপসী এলাকায় আসলে হেলপার জীবন মিয়ার সঙ্গে আমজাদের ফের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্থানীয় পরিবহন শ্রমিকদের সঙ্গে যাত্রী আমজাদসহ তার লোকজনের সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়।
এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত এ ধরনের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৫/মাহবুব