শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মান ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদনের সময় শেষ হচ্ছে আগামীকাল শুক্রবার। এদিন রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক নারায়ণ সাহা জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৩৩ হাজার ২শত ১৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে, তবে এ সংখ্যা আরও বাড়বে।
এদিকে, ভর্তি পরীক্ষার সময়সীমা আর বাড়ানো হবে না বলেও জানান নারায়ণ সাহা। আগামী ১৪ নভেম্বর একই দিনে সবগুলো ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৫/মাহবুব