টাঙ্গাইলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাবেয়া (১৪) নামের এক কিশোরী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ অটোরিকশার যাত্রী।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব মহসড়কের হাতিয়া এলাকার ১২ নম্বর ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া কালিহাতী উপজেলার পুংলী এলাকার জামশেদের মেয়ে। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, এলেঙ্গা থেকে ছেড়ে একটি খালি ট্রাক বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকার ১২ নম্বর ব্রীজের কাছে পৌছালে বঙ্গবন্ধু সেতু গোলচত্ত্বর এলাকা থেকে এলেঙ্গার দিকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রাবেয়া নিহত হয়। আহত হয় ৩ জন। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ আখেরুজ্জামান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৫/মাহবুব