মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নে ১২ বছর আগে জোড়া খুনের মামলার ৪ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক সাহেদ নূর উদ্দিন এ রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মাদারীপুর জেলা বিএনপি নেতা মহিউদ্দিন হাওলাদার মনি, তার ছেলে সোহাগ হাওলাদার, হবি সিকদার ও হালিম হাওলাদার। এছাড়া রাজৈর উপজেলা বিএনপির সভাপতি সামসুল হক হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, ২০০৩ সালের ১২ মার্চ পবিত্র ঈদ উল আযহার দিন নামাজ শেষে মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের মধ্যে আগাম ইউপি নির্বাচনের বিরোধের জের ধরে অপর পক্ষের এলোপাতাড়ি গুলি বর্ষণে আওয়ামী লীগ দলীয় ২ জন কর্মী মারা যান এবং অর্ধশতাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে পরে আরও জনের মৃত্যু হয়। এ ঘটনায় রাজৈর থানায় দুটি হত্যা মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটি মাদারীপুরে নিষ্পত্তি হলে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলাটি পরবর্তীতে সিআইডিতে স্থান্তরিত করা হয়। পরে মামলাটি দ্রুত বিচার আইনে স্থান্তরিত করা হয়। বৃহস্পতিবার সাক্ষ্য প্রমাণ শেষে দ্রুত বিচার আইনের ১নং আদালতের বিচারক সাহেদ নূর উদ্দিন চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার রায় প্রদান করেন।
বাদী পক্ষের আইনজীবী ছিলেন ঢাকা দ্রুত বিচার আদালতের পিপি আবু আব্দুলাহ ভূইয়া ও মাদারীপুর জজ কোর্টের সাবেক পিপি সুজিত চাটার্জী বাপ্পী এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন মোশারফ হোসেন কাজল ও শফিকুর রহমান।
মাদারীপুর জজ কোর্টের সাবেক পিপি ও বাদী পক্ষের আইনজীবী সুজিত চাটার্জী বাপ্পী এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৫/মাহবুব