ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম বলেছেন, আমার বিরুদ্ধে সাংবাদিকরা যতই লেখালেখি করুক না কেন আমার কিছুই হবে না। এতে করে শুধু দলের ভাবমুক্তি নষ্ট হবে। আমার সাথে কোন সাংবাদিক গেলে পার পাবে না। একইসঙ্গে অন্যজনের সুবিধা নিয়েই তারা আমার বিরুদ্ধে লেখালেখি করছেন বলেও তিনি অভিযোগ করেন।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
এমপি দবিরুল ইসলামের বিরুদ্ধে সংখ্যালঘুদের জমি দখল নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এই ঘটনায় মানবাধিকার কর্মীরা বালিয়াডাঙ্গী উপজেলা রণবাগ এলাকা পরিদর্শন করে সংখ্যালঘুদের উপর নিযাতন ও জমি দখলের সত্যতা পায় বলে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল ওইসব বিষয় তুলে ধরেন। এ নিয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটিতে আলোচনা হলে এমপি ক্ষুব্ধ হয়ে উঠে এবং তিনি তার বক্তব্যে সাংবাদিকদের বিরুদ্ধে নানা কথা বলেন।
এ সময় আইন শৃঙ্খলা কমিটির সভায় আরও বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, মহিলা সংরক্ষিত এমপি সেলিনা জাহান লিটা, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফরহাত আহম্মেদ প্রমুখ।
বক্তারা, এ সময় জেলার আইন শৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরেন। জেলায় মাদক, চোরাচালান রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৫/মাহবুব