রাজশাহীর বাঘায় বাল্যবিবাহের প্রস্তুতিকালে বরসহ ৪ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার উপজেলার আলাইপুর নাপিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বর মাহাবুবুর রহমান (৩২), তার চাচা মোজাম্মেল হক, কনের বাবা জিয়াউল হক, ঘটক এমরান হোসেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ জানান, উপজেলার আলাইপুর নাপিতপাড়া গ্রামের মৃত ফজল হকের ছেলে মাহাবুবুর রহমানের সঙ্গে হরিরামপুর থান্দারপাড়া গ্রামের জিয়াউল হকের মেয়ে ও হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ইশরাত জাহান রিভার (১৪) বিয়ের প্রস্তুতি চলছিল। এ সময় মেয়েটি কৌশলে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে দুপুরে থানায় নিয়ে আসে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম তাদের প্রত্যেককে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৫/মাহবুব