দিনাজপুরের চিরিরবন্দরে নৈশ্য কোচের ধাক্কায় মিথিলা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন বাস যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধার দিকে চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের দিনাজপুর-ফুলবাড়ী-ঢাকা মহাসড়কের নারায়নপুর তেরমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আফসার আলী জানান, সন্ধার দিকে দিনাজপুর থেকে ফুলবাড়ীগামী মিথিলা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের দিনাজপুর-ফুলবাড়ী সড়কের নারায়নপুর তেরমাইল নামকস্থানে পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি নৈশ্য কোচ ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাসটি রাস্তার ধারে খাদে পড়ে বাসের ২৫ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিরিরবন্দর থানার ওসি মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৫/মাহবুব