গোপালগঞ্জে ঘরে ঢুকে নুরল আমীন মোল্যা (৪০) নামে এক ইতালি প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তার স্ত্রী ইরাজী বেগম (৩০) মারাত্মকভাবে আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহর সংলগ্ন ঘোষেরচর গ্রামের হেমাঙ্গন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরল আমিন মোল্যা ওই এলাকার হাজী নাদের আলী মোল্যার ছেলে।
নিহতের স্ত্রী সাংবাদিকদেরকে জানিয়েছেন, রাতের খাবার খাওয়ার সময় চার জন মুখোশধারী দুর্বৃত্ত ঘরের মধ্যে ঢুকে তার স্বামীকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। এ সময় আমি ঠেকাতে গেলে দুর্বৃত্তরা আমাকেও কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আমাদের হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক নুরুল আমীন মোল্যাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৫/মাহবুব