গাইবান্ধার পলাশবাড়ীতে মার্জিয়া বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার বিকেলে উপজেলার পবনাপুর ইউনিয়নের আলাইপাড়া থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মার্জিয়া বেগম আলাইপাড়া গ্রামের মাহমুদুল হক কাকরুর স্ত্রী এবং একই ইউনিয়নের মালিয়ানদহ গ্রামের আবু বক্করের মেয়ে।
হরিণাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, দুপুরে নিজ ঘরে মার্জিয়ার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, নিহতের পরিবারের অভিযোগে, দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনে মার্জিয়ার কোনো সন্তান না হওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যার পর মৃতদেহ তীরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৫ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন