কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম মোস্তাকের উপর হামলার ঘটনায় শিবিরের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার সন্ধ্যায় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বাদী হয়ে কক্সবাজার সদর থানায় এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন, কক্সবাজার জেলা শিবিরের সভাপতি সরওয়ার কামাল সিকদার, সেক্রেটারি আজিজুর রহমান, শহর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারি আখতার হোসেন, কক্সবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি মোহাম্মদ শাহাজান, সেক্রেটারি আইয়ুব আনসারী, কর্মী খোরশেদ আলম বুলেট, জাহেদুল গনি, হাসান মোহাম্মদ ইয়াছিন, জাহেদুল করিম, মোহাম্মদ রিদুয়ান, তৈয়ব উল্লাহ, তারেক আজিজ, মোহাম্মদ নূরী, মোহাম্মদ মাহিন, সাইফুল ইসলাম, মোহাম্মদ আবছার, মোহাম্মদ সাদমান, মোহাম্মদ শফি, মোহাম্মদ জুনায়েদ, হাসান তারেক, মোহাম্মদ আরিফ, মফিজুর রহমান ও বশির আহমদ।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলাম মোস্তাকের ওপর হামলা করে শিবির কর্মীরা। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/ ০৫ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন