দিনাজপুর-রংপুর মহাসড়কে দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোঃ লোকমান হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোঃ বিপ্লব (২৪) নামে একজন আহত হয়েছেন।
নিহত লোকমান হোসেন দিনাজপুর সদর উপজেলার মহাবলীপুর গ্রামের মোঃ আব্দুল আজিজের পুত্র এবং আহত বিপ্লব হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
শনিবার সন্ধ্যা সাড়ে ৮টায় সদর উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কোতয়ালী থানার এসআই সুমন পারভেজ জানায়, সন্ধ্যা সাড়ে ৮টায় লোকমান হোসেন এবং বিপ্লব মোটরসাইকেল নিয়ে দিনাজপুর শহর থেকে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে অজ্ঞাত একটি গাড়ী ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় লোকমান হোসেন ঘটনাস্থলেই নিহত হন। বিপ্লবকে আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালী থানার ওসি একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত বিপ্লবকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৫ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন