ফেনীতে নিখোঁজের একদিন পর মোহাম্মদ নিয়াজ (০৬) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলার ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর মুসলিম গ্রামের একটি খাল থেকে মৃত দেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশু নিয়াজ ওই এলাকার সিরাজুল ইসলামের পালক পুত্র।
সিরাজুল ইসলাম জানান, শুক্রবার সকাল থেকে তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শনিবার রাতে এলাকার লোকজন মৃতদেহটির সন্ধান পায়।
কেউ শিশুটিকে মেরে খালে ফেলে গেছে বলেও সন্দেহ করছেন সিরাজুল ইসলাম৷
ফুলগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দিন মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, হত্যা না অপমৃত্যু তা পোস্টমর্টেমের পর জানা যাবে।
বিডি-প্রতিদিন/ ০৫ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন