দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষ সম্মান শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। শনিবার দিবাগত রাতে এ ফল প্রকাশ করা হয়।
হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখার সহকারী পরিচালক মমিনুল ইসলাম ভর্তি পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফলাফল রাত ৯টার দিকে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার ফলাফল ও ভর্তির যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd)) পাওয়া যাচ্ছে।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর, ২০১৫/মাহবুব