ফরিদপুরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী শাহীন ওরফে হাত কাটা শাহীনের (৩৭) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কোতয়ালী থানার উপপরিদর্শক (এস আই) অভিজিত লাশটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন বলে জানান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইএনও ডা. সিরাজুল ইসলাম।
অভিজিতের বরাত দিয়ে তিনি বলেন, ‘ফরিদপুর শহরের বাই পাস রোড থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটির মাথায় একটি বুলেটের চিহ্ন রয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল বলেও জানান তিনি।
নিহত শাহীনের বাড়ি শহরের কমলাপুর এলাকায়। থানা সূত্রে জানা যায়, ফরিদপুরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী শাহীনের নামে থানায় অন্তত ১৮টি মামলা রয়েছে। সে বিভিন্ন মামলায় ৫৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী হলেও দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
এদিকে, শাহীনের স্ত্রী শাহানা আক্তার অভিযোগ করে জানান, শনিবার ভোর ৫টার দিকে যশোরের এক আত্মীয়ের বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয়ে শাহীনকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর, ২০১৫/মাহবুব