জামালপুর সদরে অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাংখা বেগম (৫৫) ও হাওয়া বেগম (৫০) নামের দুই বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।
রবিবার সকালে জামালপুর-মেলান্দহ সড়কের ঝিনাই সেতুতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার এসআই জয়নাল আবেদীন জানান, ঝিনাই সেতুতে মাছবাহী পিকআপ ভ্যানটির সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই বোন নিহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয়রা জামালপুর সদর হাসপাতালে নিয়ে যান। লাশ জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে জানান এসআই জয়নাল।
পিকআপ ভ্যান চালক চঞ্চল মিয়াকে (২৫) আটক করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর, ২০১৫/মাহবুব