কুষ্টিয়া সদরে সুজন মাহমুদ (১৮) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন পলাশ (২২) নামের এক যুবক।
রবিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার হাটসহরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে পলাশকেধারালো বাটাল দিয়ে সুজনকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় পলাশকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর স্থানীয়রা ঘাতক পলাশকে ধাওয়া দেন।
এলাকাবাসীর হাত থেকে রক্ষা পেতে একই গ্রামে তার নানাবাড়ি গিয়ে ঘরের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পলাশ। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর, ২০১৫/মাহবুব