নিজের দু’কন্যা শিশুকে হত্যার পর মা ফেন্সি বেগম নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় পুলিশ স্বামী আশরাফ আলীকে আটক করেছে। শিশু দুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকালে নীলফামারী জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নের দক্ষিণ দেশীবাঈ আশ্রায়ন প্রকল্পে।
আশরাফ আলী কাঠালী ইউনিয়নের দক্ষিণ দেশীবাঈ আশ্রায়ন প্রকল্পে পরিবার নিয়ে বসবাস করেন। আজ সকালে সে জমিতে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর তার স্ত্রী ফেন্সি বেগম (৩২) তাদের দুই মেয়ে আকলিমা বেগম (৫) ও খাদিজা বেগমকে (৩) শ্বাসরোধ করে হত্যা করে। দুই শিশু সন্তানের মরদেহ বিছানায় রেখে পরে সে ঘরের মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ দিলওয়ার হাসান ইনাম জানান, খবর পেয়ে শিশু দু'টি ও মা ফেন্সি বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে প্রাথমিক অনুসন্ধানে হত্যা ও আত্মহত্যার কোনো কারণ জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৬ ডিসেম্বর ২০১৫/শরীফ