সিরাজগঞ্জের তাড়াশে বাসচাপায় জয়নাল আবেদিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার দুপুরের দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার মান্নানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন উপজেলার ঘরগ্রামের বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, বৃদ্ধ জয়নাল পায়ে হেটে মহাসড়ক পার হবার সময় রাজশাহী থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ মারা যায়। পরে হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও ওসি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ০৬ ডিসেম্বর, ২০১৫/ রশিদা