বাগেরহাটের মোরেলগঞ্জে মেয়র প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন বতিল যাচাই-বাছাইয়ের ২য় দিনে আজ রবিবার মেয়র প্রার্থী মোকাম্মেল হোসেন ফকিরের মনোনয়ন বাতিল হয়েছে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী ছিলেন।
কৃষি ব্যাংক মোরেলগঞ্জ শাখায় ২ লাখ টাকার ঋণ খেলাপির অভিযোগে মোকাম্মেল হোসেন ফকিরের মনোনয়ন বাতিল হয় বলে সহকারী রিটানিং মো. ওবায়দুর রহমান জানিয়েছেন। এছাড়া বিভিন্ন অভিযোগে সংরক্ষিত নারী আসনে ১ জন ও সাধারণ কাউন্সিলর পদের ৪ জনের মনোনয়ন বাতিল হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া সকলেই প্রার্থীতা ফিরে পেতে আপিল করবেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ০৬ ডিসেম্বর, ২০১৫/ রশিদা