দিনাজপুরের দাইনুড় সীমান্ত এলাকায় ভারতীয় তৈরি একটি পিস্তল-গুলি ও ফেনসিডিলসহ মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক শরিফুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের মুসরাপাড়া গ্রামের মৃত দুলু মোহাম্মদের পুত্র।
শনিবার দিবাগত রাত ১টার দিকে দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দাইনুড় সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোতয়ালী থানার এসআই মো. রফিক জানান, সদর উপজেলা কমলপুর ইউনিয়নের মুসরাপাড়া গ্রামের রাত ১টায় অভিযান চালিয়ে দাইনুড় সীমান্তে এলাকায় মো. শরিফুল ইসলামকে একটি ভারতীয় তৈরি একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ১২ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
কোতয়ালী থানার ওসি একেএম খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক শরিফুল ইসলামের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৬ ডিসেম্বর, ২০১৫/ রশিদা