চট্টগ্রামে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। রবিবার সকালে জেলার চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন: সিএনজি চালক মো. মহিউদ্দিন এবং যাত্রী সাজ্জাদ হোসেন।
দোহাজারি হাইওয়ে থানার পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম শহরমুখী একটি সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সাজ্জাদ হোসেন নিহত হন। মারাত্মক আহত অবস্থায় চালক মহিউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া পরে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ০৬ ডিসেম্বর, ২০১৫/ রশিদা