গোপালগঞ্জের দুইটি পৌরসভা নির্বাচনে বিএনপি'র একজনসহ দুই মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার এবং একজন তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
আজ রবিবার যাচাই বাছাই শেষে গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী তৌফিকুল ইসলাম এবং টুঙ্গিপাড়া পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী ফোরকান বিশ্বাসের মনোনয়ন পত্র প্রাথমিকভাবে বাতিল ঘোষনা করেছেন রিটার্নিং অফিসার। তবে বাতিল ঘোষণাকৃত প্রার্থীরা আপিলের সুযোগ পাবেন।
এর আগে রবিবার সকালে গোপালগঞ্জ পৌরসভার বর্তমান পৌর মেয়র রেজাউল হক সিকদার (রাজু ) বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রীশেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে মেয়র পদে তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। টুঙ্গিপাড়া পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী ফোরকান বিশ্বাসের মনোনয়ন পত্র বাতিল হওয়ায় এ পৌরসভায় শুধুমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ আহম্মদ হোসেন মীর্জা রয়েছেন।
বিডি-প্রতিদিন/ ০৬ ডিসেম্বর, ২০১৫/ রশিদা