নওগাঁ সদর ও পত্নীতলা উপজেলা নজিপুর পৌরসভা নির্বাচনে দুই মেয়র ও ১৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বচন কর্মকর্তারা। রবিবার প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাচাই শেষে বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন তারা।
জেলা রির্টানিং অফিসার (অতিরিক্ত জেলা প্রশাসক) আমিরুল ইসলাম জানান, নজিপুর পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আসগর আলী ও স্বতন্ত্র প্রার্থী রমজান আলীর মনোনয়ন পত্রে ত্রুটি ও অসম্পন্ন থাকায় সেগুলো বাতিল করা হয়েছ।
এছাড়া নওগাঁ সদর পৌরসভার ১৩ জন সাধারন কাউন্সিলর, দুইজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও নজিপুর পৌসভায় একজন সাধারণ কাউন্সিলর ও একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলরের মনোনয়ন পত্রে ত্রুটি থাকায় সেগুলো বাতিল করা হয়েছে।
এদিকে, যেসব প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে তারা পরবর্তী আইনি প্রক্রিয়া (আপিল) করার সুযোগ গ্রহণ করলে তাদের সহায়তার আশ্বাস দেন জেলা রির্টানিং অফিসার আমিরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/ ০৬ ডিসেম্বর, ২০১৫/ রশিদা