জয়পুরহাটের ৩টি পৌরসভা নির্বাচনে মেযর ,কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাচাই শেষ হয়েছে। এর মধ্যে দুই জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
জয়পুরহাট জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন জানান, জয়পুরহাট পৌরসভার মেয়র পদে ৯ জন, কাউন্সিলর পদে ৬৯ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯ জন, আক্কেলপুর পৌরসভার মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৩৯ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯ জন এবং কালাই পৌরসভার মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৩৬ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই বাচাই শেষে কালাই পৌরসভার ২ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জয়পুরহাট পৌরসভা থেকে মেয়র প্রার্থী হিসেবে রয়েছেন আওয়ামী লীগ থেকে মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিএনপি থেকে সামছুল হক, জাতীয়পার্টি থেকে তিতাস মোস্তফা, জামায়াত থেকে হাসিবুল আলম লিটন,আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নন্দলাল পার্শী, কমিউনিষ্ট পার্টির দেওয়ান বদিউজ্জামান, জাসদ থেকে আমেজ উদ্দিন, স্বতন্ত্র হিসেবে খন্দকার সাজ্জাদ আহমেদ ময়না এবং সাজ্জাদ বিন আলীম।
আক্কেলপুর পৌরসভাতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর,আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এনায়েতুর রহমান আকন্দ স্বপন, বিএনপির রেজাউল করিম, বিএনপির বিদ্রোহী প্রার্থী আলমগীর চৌধুরী বাদশা, জাতীয় পার্টি থেকে আহসানুল ইসলাম নান্নু এবং স্বতন্ত্র আব্দুর রহিম রতন।
কালাই পৌরসভায় মেয়র পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের হালিমুল আলম জন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজ্জাদুল রহমান কাজল ও হেলাল উদ্দিন মোল্লা, বিএনপির প্রার্থী সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, বিএনপির বিদ্রোহী প্রার্থী আনিছুর রহমান, জাপা প্রার্থী মো. আমিনুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী তাজমহল তালুকদার।
বিডি-প্রতিদিন/ ০৬ ডিসেম্বর, ২০১৫/ রশিদা