ময়মনসিংহের ৯ পৌরসভায় মেয়র পদে ২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৮ জনের মনোনয়নপত্র বাতিল করেছে সংশ্লিষ্ট উপজেলা রিটার্নিং অফিসার। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রোববার তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার দুপুরে নান্দাইল পৌরসভা নির্বাচনে ঋণখেলাপীর অভিযোগে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী শফিকুজ্জামান জুয়েলের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া টোকেন জমা না দেয়ায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তবারক হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ পৌরসভাতেই ঋণখেলাপীর অভিযোগে সংরক্ষিত মহিলা আসনের বিলকিস সুলতানার মনোনয়নপত্রও বাতিল করা হয়।
ফুলবাড়িয়ায় সাধারণ কাউন্সিলর পদে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। গৌরীপুরে পৌরসভা নির্বাচনে তথ্যগত ত্রুটি থাকার কারণে ২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে অনুপম কুমার সরকার ও মো. কামাল উদ্দিন, ৩ নং ওয়ার্ড তারিফ উদ্দিন আকন্দ, ৪ নম্বর ওয়ার্ড বর্তমান কাউন্সিলর শামীম চৌধুরী ও ৫ নং ওয়ার্ডের জিয়াউর রহমান জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট উপজেলা রিটার্নিং অফিসার।
ঋণখেলাপীর অভিযোগে মুক্তাগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অশোক পাল ও হলফনামায় স্বাক্ষর না থাকায় ২ নম্বর ওয়ার্ডের নিতাই চন্দ্র দে’র মনোনয়নপত্র বাতিল করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলিমুজ্জামান।
হলফনামায় স্বাক্ষর না থাকায় ঈশ্বরগঞ্জ পৌরসভার কাউন্সিলর পদে ৪নং ওয়ার্ডের আনোয়ার হোসেন ও ৯ নম্বর ওয়ার্ডের মেহেদী হাসানের মনোনয়নপত্র বাতিল করেন উপজেলা রিটার্নিং অফিসার রাজিব সরকার।
ব্যয় বিবরণী ফরমে স্বাক্ষর না থাকায় ভালুকায় ৯ নম্বর ওয়ার্ডের কাঞ্চন মিয়া ও আয়কর রিটার্নে কর্তৃপক্ষের স্বাক্ষর না থাকায় ৭ নম্বর ওয়ার্ডের জোনায়েদ আল আমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
গফরগাঁও পৌরসভা নির্বাচনে জালিয়াতির অভিযোগে ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আকরাম উদ্দিন খোকন ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মশিউর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৬ ডিসেম্বর, ২০১৫/ রশিদা