নোয়াখালী সদর উপজেলার সোনাপুরে বিআরটিসি বাস টর্মিনালের সামনে সিএনজি অটো রিক্সা-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রবিবার সকালে ১ জন নিহত ও আহত হয়েছেন ৪ জন।
নিহত আরমান হোসেন (৩০) কাদির হানিফ ইউনিয়নের মহি উদ্দিনের ছেলে। তিনি দর্জির কাজ করতেন।
আহত মো. দুলাল (২৮), মো. পারভেজ (২৫), কালা মিয়া (৫৪), মো. রুমন (৩৫)-কে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, সকাল সাড়ে ১০টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কের রয়েল হাসপালের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে সজিব (২৩) নামের ১ যুবক নিহত হয়।
বিডি-প্রতিদিন/ ০৬ ডিসেম্বর, ২০১৫/ রশিদা