যাচাই-বাছাই শেষে রবিবার টাঙ্গাইলের ৮টি পৌরসভায় ৮ মেয়র, সাধারণ ২১ এবং সংরক্ষিত ৮ জন নারী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মেয়র পদে আওয়ামী লীগের একজন, বিএনপির একজন, আওয়ামী লীগের বিদ্রোহী ৩জন, বিএনপির বিদ্রোহী একজন, ন্যাশনাল পিপলস পার্টির একজন এবং স্বতন্ত্র একজনের মনোনয়নপত্র বাতিল করেছে রির্টানিং কর্মকর্তাবৃন্দ।
ধনবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রির্টানিং অফিসার শামীম আরা রিনি জানান, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ও বিএনপি মনোনিত প্রার্থী এসএমএ ছোবহানকে টিআইএন সনদ না দেওয়ায় এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম বকুলকে একশ' ভোটারের স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বর্তমান এ পৌরসভায় মেয়র পদে জাতীয় পার্টি প্রার্থী অধ্যক্ষ ফেরদৌস আহমেদ পিন্টু ও স্বতন্ত্র প্রার্থী জহুরুল হক বকুলের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।
এ ব্যাপারে বাতিল হওয়া আওয়ামী লীগ দলীয় প্রার্থী খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন জানান, বারো ডিজিটের টিআইএন নম্বর, সর্বশেষ কর পরিশোধের রশিদ, রির্টান দাখিলের কপি ও টিআইএন সনদের প্রত্যয়নপত্র মনোনয়নের সাথে দেওয়ার পরও হয়রানীমূলক আমার মনোনয়ন বাতিল করা হয়েছে।
এছাড়া গোপালপুরে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী এনামুল হক মৃত্যুবরণ করেছেন, ভুঞাপুরে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী তারিকুল ইসলাম, বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী জাহাঙ্গীর হোসেন, সখিপুরে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী জাহাঙ্গীর তালুকদার ও ন্যাশনাল পিপলস পার্টির ফারুক হোসেন লিপুর মনোনয়পত্র বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে।
দুই দিনে যাচাই-বাছাই শেষে ধনবাড়িতে সাধারণ কাউন্সিলর পদে ছয়জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দুইজন, মধুপুরে সাধারণ কাউন্সিলর পদে দুইজন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দুইজন, গোপালপুরে সাধারণ কাউন্সিলর পদে একজন, ভুঞাপুরে সাধারণ কাউন্সিলর পদে চারজন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে একজন, কালিহাতীতে সাধারণ কাউন্সিলর পদে একজন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে একজন, সখীপুরে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দুইজন প্রার্থী, মির্জাপুরে সাধারণ কাউন্সিলর পদে একজন এবং টাঙ্গাইল সদরে সাধারণ কাউন্সিলর পদে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ